অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না টেলর-রাজাদের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ৩০ জুন ২০২০

করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়ে গেল জিম্বাবুয়ের ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। আগামী আগস্ট মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু এখন আর সেটি হচ্ছে না।

গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার যে ২০২০-২১ মৌসুমে সূচি প্রকাশ করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে এ তিন ওয়ানডে ম্যাচও। কিন্তু এখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাদই দিতে হলো সিরিজটি। যার ফলে আগামী মাসে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজাদের।

অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার আগেই বলেছিলেন, আগস্টে তার দলের খেলোয়াড়রা মাঠে ফেরার জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা খুব কম। তিনি আশা করছেন সেপ্টেম্বর পরিবর্তিত সূচিতে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি আগস্টের ৯, ১২ এবং ১৫ তারিখে টাউনসভিল মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত করায় প্রথমবারের মতো করোনাভাইরাসের কারণে নিজেদের ঘরের মাঠে কোন সম্পূর্ণ সিরিজ হারাল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

এদিকে এ সিরিজটি স্থগিত হওয়া জিম্বাবুয়ের জন্য খুবই হতাশার। ২০১৫ সালের বিশ্বকাপ বাদ দিলে জিম্বাবুয়ের সবশেষ অস্ট্রেলিয়া সফর ছিল ২০০৪ সালে, ত্রিদেশীয় সিরিজ খেলতে। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন আর এ সফরটিও সম্ভব হচ্ছে না।

সবমিলিয়ে করোনাভাইরাসের কারণে এখনও পর্যন্ত চারটি সিরিজ স্থগিত হলো জিম্বাবুয়ের। এর আগে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে সিরিজও পিছিয়ে গেছে। মনের ভেতর হতাশা কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে এটি মেনে নিচ্ছে জিম্বাবুয়ে।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।