করোনা পরীক্ষার ফলের অপেক্ষায় জাতীয় দলের ফুটবলাররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ আগস্ট ২০২০

ম্যানেজার, সহকারী কোচ থেকে শুরু করে ফুটবলার এবং জাতীয় দলের ক্যাম্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে মঙ্গলবার দুই প্রতিষ্ঠানে দুইবার করে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে হয়েছে। কারণ, দুই প্রতিষ্ঠানের ফলাফল মিলে গেলেই কেবল বাফুফে করোনা পজিটিভ ও নেগেটিভ হওয়াদের আলাদা করে পরবর্তী পদক্ষেপ নেবে।

আইসিডিডিআরবি এবং প্রাভা হেলথ থেকে ডাক্তার গাজীপুরের সারা রিসোর্টে গিয়ে ৩০ ফুটবলার এবং ৬ অফিসিয়াল এবং অন্য স্টাফদের নমুনা সংগ্রহ করে নিয়েছেন। এখন ফুটবলারদের অপেক্ষার পালা। বুধ কিংবা বৃহস্পতিবার সন্ধ্যায় দুই প্রতিষ্ঠান ফলাফল জানাবে।

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩৩ ফুটবলারের মধ্যে ৩০ জন রিপোর্ট করেছেন গত ৫, ৬ ও ৮ আগস্ট। তাদের করোনা পরীক্ষা করা হলে ১৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। সে সঙ্গে একজন সহকারী কোচেরও পজিটিভ রেজাল্ট আসে।

Football0

৩০ জনে ১৮ জন ফুটবলারের করোনা পজিটিভ- বিষয়টি বিস্মিত করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কর্মকর্তাদের। কারণ, খেলোয়াড়রা যে যার বাড়িতে থাকলেও কোচদের নজরদারিতে ছিলেন। তাই নিশ্চিত হতে বাফুফে কর্মকর্তারা সিদ্ধান্ত নেন দুই প্রতিষ্ঠান থেকে সবার দুইবার করে করোনা পরীক্ষা করানোর।

দুই জায়গার পরীক্ষার ফল যাদের পজিটিভ হবে, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে বাফুফে। দুই জায়গায় নেগেটিভ হলে তাদের মাঠে নামিয়ে দেবে অনুশীলন করতে। আর দুই প্রতিষ্ঠানের ফলাফল দুই রকম হলে তাদের আবার পরীক্ষা করানো হবে দুই তিন দিন পর।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।