দুদিন ধরে ব্যাটিং অনুশীলন করছেন মুমিনুল

মুমিনুল হক কী টেস্ট খেলতে পারবেন? তিনি কী ব্যাটিং শুরু করতে পেরেছেন? দুবাইতে মাস খানেক আগে ডান হাতে অপারেশন করে আসার পর তার বর্তমান অবস্থা কী? তিনি কি টেস্ট সিরিজের আগে পুরোপুরি ফিট হতে পারবেন?
বুধবার থেকে ওয়ানডে সিরিজ শুরু হয়ে গেছে। সবার চিন্তা-ভাবনার সবটুকু জুড়েই এখন ওয়ানডে সিরিজে টাইগারদের পারফরমেন্স। তাতেকরে খানিক ঢাকা পড়ে গেছে টেস্ট সিরিজের কথা।
তবে আশার খবর, মুমিনুল এখন অনেকটাই সুস্থ এবং গতকাল ২০ জানুয়ারি থেকে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। আজ সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে মুমিনুল নিজেই দিয়েছেন এ তথ্য।
মুমিনুল জানান, তার অবস্থা অনেকটাই ভালো। আজ নিয়ে দুদিন ব্যাটিং অনুশীলন করছেন। গতকাল বোলিং মেশিনে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। আর আর্মারের ছুড়ে দেয়া বলেও ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন খানিকটা।
মুমিনুল বলেন, ‘হাতের ঘা প্রায় শুকিয়ে গেছে। আমি ব্যাটিং করতে পারছি। তবে প্রাথমিক অবস্থায় একটু কম জোরের বলই মোকাবিলা করছি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই পুরোদমে ব্যাটিং করতে পারবো।’
এদিকে মুমিনুল একা নন, পুরো টেস্ট বহরই এখন হোটেল সোনারগাঁয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেছেন। এর আগে একবার তাদের সবার করোনা টেস্ট হয়েছে। সেখানে নেগেটিভ হওয়ার পর আজও কোভিড টেস্ট হয়েছে টেস্টে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের। সে তথ্য নিশ্চিত করেছেন মুমিনুল নিজে। তিনি বলেন, ‘আমরা এখন সবাই সোনারগাঁ হোটেলে জৈব সুরক্ষা বলয়ে আছি।’
এআরবি/আইএইচএস/জেআইএম