গাপটিলের ক্যাচ দেখে চোখ ছানাবড়া সবার (ভিডিও)

এ কী ক্যাচ নিলেন মার্টিন গাপটিল! কিউই ব্যাটসম্যানের কাণ্ড দেখে চোখ ছানাবড়া সবার। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তার অবিশ্বাস্য এক ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্প্যাশে গাপটিল নিয়েছেন তাক লাগানো ক্যাচটি। অকল্যান্ড এসেসের ছুড়ে দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা।
অকল্যান্ড বোলার লুইস ডেলপোর্টের মাথার ওপর দিয়ে লং অনের দিকে বল তুলে মেরেছিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ওপেনার জর্জ ওয়ার্কার। হয়তো ভেবেছিলেন ছক্কাই হয়ে যাবে।
কিন্তু দূর থেকে দৌড়ে এসে বাজপাখির মতো এক হাতেই ছোঁ মেরে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে নেন গাপটিল। এটা যে ক্যাচ হয়েছে, বিশ্বাস হচ্ছিল না ব্যাটসম্যান ওয়ার্কারেরও।
Just in case you missed it on Saturday, start your Sunday with this OUTSTANDING juggling catch from @Martyguptill in the Dream11 @SuperSmashNZ for @aucklandcricket's Aces. Catch today's Super Smash action from the @BasinReserve on @sparknzsport #SuperSmashNZ pic.twitter.com/TDesZteDg7
— BLACKCAPS (@BLACKCAPS) January 23, 2021
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ওটা ছিল দ্বিতীয় উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮২ রানেই আটকে যায় দলটি, ম্যাচে তারা হেরেছে ১৭ রানে।
পরে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে আলোচনায় আসলেও অবশ্য নিজের আসল দায়িত্ব ব্যাটিংয়ে স্বরূপে দেখা যায়নি গাপটিলকে। ৩১ বলে ২৯ রানের ধীরগতির এক ইনিংস খেলেন অকল্যান্ড এসেস ওপেনার।
এমএমআর/এমকেএইচ