সুযোগ পেলেই নিজের সেরাটা ঢেলে দেবো : সাইফউদ্দিন

এ প্রতিবেদন পাঠকের হাতে পৌছানোর আগেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে টাইগাররা।
ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের ২০ ক্রিকেটার কয়েকভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। তার একটা অংশ গেছেন হোম অফ ক্রিকেটের একাডেমি ভবন থেকে। সেই বহরের একজন অলরাউন্ডার সাইফউদ্দিন।
দেশ ছাড়ার আগে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে নিউজিল্যান্ডের মাটিতে ভাল খেলার দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজে চরমভাবে পর্যুদস্ত হয়েছে। এর বাইরে আছে করোনার চাপ।
সব মিলিয়ে দল কি চাপে?
সাইফউদ্দিনের ব্যাখ্যা, ‘ওসব নিয়ে চিন্তা করছি না, প্রসেসটা ঠিক রাখলে ইনশা আল্লাহ সফলতা পাব।’ দল জেতাতে জয় অবদান রাখতে চান সাইফউদ্দিন। তার বিশ্বাস, ঘরের মাঠে প্র্যাকটিস কম হলেও নিউজিল্যান্ডের মাটিতে দুই সপ্তাহের অনুশীলনটা কাজে দেবে।
তাই মুখে এমন কথা, ‘ইনশাআল্লাহ, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব প্র্যাকটিসের জন্য। কন্ডিশনের সাথে খাব খাইয়ে যাওয়ার চেষ্টা করবো, কোচিং স্টাফদের সহায়তা নিয়ে।’
শেষ কয়েকদিন একাডেমি ভবনে থেকে প্র্যাকটিস করেছেন সাইফউদ্দিন, সে কথা জানিয়ে তিনি বলেন,‘আলহামদুলিল্লাহ, লাস্ট কয়েকদিন এখানে ছিলাম, প্র্যাকটিস করেছি। তো ওভারঅল ইনশা আল্লাহ প্রস্তুতিটা ভালো।’
নিজের বোলিং নিয়ে আশাবাদী সাইফউদ্দিন বলেন, ‘হ্যাঁ অবশ্যই, বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।’
ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে বহরে ৭ পেসার। একাদশে জায়গা পাওয়া নিয়ে সাইফউদ্দিনের মোটেই সংশয়ে নেই। তার আশাবাদী উচ্চারণ, ‘না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা বেটার মনে হবে সেটাই হবে। তবে ইনশাআল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
কিউই কন্ডিশন পেসারদের অনুকূলে। সেটাও ভালো করার একটা অনুকুল ক্ষেত্র বলে মনে করেন সাইফউদ্দিন।
এআরবি/আইএইচএস/এএসএম