ক্যান্সার আক্রান্ত আম্পায়ার নাদির শাহর পাশে পিচ ফাউন্ডেশন

ক্রিকেট উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার ব্রত আর ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ, আম্পায়ার ও সংগঠকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল পিচ ফাউন্ডেশনের।
অভিষেকে আম্পায়ার এস এ আহাত ঝুনু আর প্রয়াত কোচ আব্দুল হাদি রতনের পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল পিচ ফাউন্ডেশনের।
এবার অসুস্থ আম্পায়ার নাদির শাহর চিকিৎসায়ও সহযোগিতার হাত বাড়িয়ে দিল পিচ ফাউন্ডেশন।
ফুসফুসের ক্যান্সার আক্রান্ত নাদির শাহর উন্নত চিকিৎসার জন্য ২ লাখ টাকা সাহায্য করেছে পিচ ফাউন্ডেশন। সংগঠনটির সদস্য সচিব নাইমুর রহমান দুর্জয় গতকাল (বুধবার) নাদির শাহর হাতে এ নগদ অর্থ তুলে দেন।
দেশবরেণ্য আম্পায়ার নাদির শাহ পিচ ফাউন্ডেশন তথা জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সঙ্গে আশা ব্যক্ত করেন তিনি আবার মাঠে ফিরবেন এবং ম্যাচ পরিচালনা করবেন। প্রায় বছর দেড়েক ধরে অসুস্থ নাদির শাহ।
এআরবি/এসএএস/এএসএম