হোয়াইটওয়াশ হয়ে বড় জরিমানাও গুনলো ভারত

দক্ষিণ আফ্রিকা সফরটা রীতিমতো বিভীষিকাময় কেটেছে ভারতীয় ক্রিকেট দলের জন্য। জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও, পরের দুই ম্যাচ হেরে খুইয়েছে সিরিজের ট্রফি। আর ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি লোকেশ রাহুলের দল।
টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েই শেষ হয়নি ভারতীয়দের দুর্দশা। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানাও গুনতে হয়েছে তাদের।
অধিনায়ক লোকেশ রাহুলসহ দলের সকল খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে ৪০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। বেঁধে দেওয়া সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল ভারত।
আইসিসির নিয়মানুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ ম্যাচ ফি কেটে রাখা হয়। দুই ওভার হওয়ায় ভারতীয়দের কাঁটা গেছে ৪০ শতাংশ। ভারতের অধিনায়ক ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এসএএস/এএসএম