সাকিবদেরও আগে ব্যাটিংয়ে পাঠালো মুশফিকের খুলনা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেনো টসে এক অলিখিত নিয়মই শুরু হয়ে গেছে। তা হলো, টসে যে দলই জিতুক, সিদ্ধান্ত হবে আগে বোলিংয়ের। এর ব্যতিক্রম হলো না আসরের ১১তম ম্যাচে এসেও।
আগের দশ ম্যাচের মতোই সিদ্ধান্ত নিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। নিজেদের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে খুলনা। টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগে ব্যাট করতে নামবে সাকিবের বরিশাল।
নিজেদের একাদশে চারটি পরিবর্তন এনেছে বরিশাল। বাদ পড়েছেন সৈকত আলি, নাইম হাসান, তাইজুল ইসলাম ও ডোয়াইন ব্রাভো। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, শফিকুল ইসলাম ও মুজিব উর রহমানকে।
অন্যদিকে আগের ম্যাচ জিতলেও বাঁহাতি স্পিনার নাবিল সামাদের জায়গায় ডানহাতি অফস্পিনার মোহাম্মদ শরিফউল্লাহকে দলে নিয়েছে খুলনা।
এখন পর্যন্ত সমান তিনটি করে ম্যাচ খেলেছে খুলনা ও বরিশাল। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে মুশফিকের খুলনা। অন্যদিকে প্রথম ম্যাচ জিতেও পরের দুই ম্যাচ হারায় টেবিলের তলানিতে পড়ে রয়েছে সাকিবের বরিশাল।
খুলনা টাইগার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, মোহাম্মদ শরিফউল্লাহ, সেকুগে প্রসন্না ও কামরুল ইসলাম রাব্বি।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, জ্যাকব লিন্টট, মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।
এসএএস/আইএইচএস/