সিরিজজয়ী টাইগারদের কাজী সালাউদ্দিনের অভিনন্দন

এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারদের অসাধারণ এই নৈপূণ্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগন।
শুক্রবার এ অভিনন্দনবার্তায় কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতিগন এবং সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
বাফুফে সভাপতি আশা প্রকাশ করে বলেছেন, আগামীতে ক্রিকেট দলের এই সাফল্য অব্যাহত থাকবে। তিনি দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অন্যান্য কর্মর্তাদের অভিনন্দন জানান।
উল্লেখ্য যে, আফগানিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটের এক অভিশ্বাস্য জয়ের পর শুক্রবার দ্বিতীয় ম্যাচে সহজেই ৮৮ রানে জিতেছে।
আরআই/আইএইচএস/