বাংলাদেশের সাবেক কোচসহ কিউই শিবিরে ৩ করোনা পজিটিভ

ইংল্যান্ড সফরে গিয়ে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন নিউজিল্যান্ড শিবিরের তিনজন। তারা হলেন-দুই ক্রিকেটার হেনরি নিকোলস এবং ব্লেয়ার টিকনার এবং বোলিং কোচ শেন জার্গেনসন।
অস্ট্রেলিয়ান জার্গেনসন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে পরিচিত এক নাম। টাইগারদের বোলিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পরে হেড কোচ হিসেবেও নিয়োগ পেয়েছিলেন। আড়াই বছর টাইগারদের সঙ্গে ছিলেন তিনি।
কোভিড-১৯ পজিটিভ হওয়া নিউজিল্যান্ড শিবিরের তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে সফরকারী দলের বাকি সদস্যরা করোনা নেগেটিভ হয়েছেন।
ফলে ব্রাইটনে সাসেক্সের বিপক্ষে নিউজিল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচটি যথাসময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছে কিউই ম্যানেজম্যান্ট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২ জুন লর্ডসে।
এমএমআর/এএসএম