আবার শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প

চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরের আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হয়েছিল জাতীয় দলের ছায়া দল হিসেবে গড়া বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প। সফলভাবে সেই ক্যাম্প শেষ করার পর আবার শুরু হচ্ছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন।
আগামী ২৭ মে (শুক্রবার) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ টাইগার্সের এ দ্বিতীয় ক্যাম্প। এবারেরটি মূলতঃ ফিটনেস ক্যাম্প। যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এরপর ১২ জুন থেকে হবে এই দলের স্কিল ক্যাম্প।
প্রথমবার হওয়া ক্যাম্পে রাখা হয়েছিল ২৩ খেলোয়াড়কে। তবে এবার খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে নেওয়া হয়েছে ২৯ জনকে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা খেলোয়াড়রাই ডাক পেয়েছেন এবারের বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। মিজানুর রহমান বাবুল, সোহেল ইসলামসহ স্থানীয় কোচদের অধীনেই হবে এই ক্যাম্প।
এবারের ক্যাম্পে ডাক পেয়েছেন যারা
সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বী, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, নাঈম শেখ, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বী, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহীন আলম, সাব্বির রহমান, জাকিরুল ইসলাম জেম, আব্দুল হালিম, মাইশিকুর রিয়েল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলী ও নাজমুল ইসলাম অপু।
এসএএস/আইএইচএস