টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে কিউইরা

লিডসে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কিন্তু ব্যাটিংয়ে নেমে একদমই স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই তারা হারিয়েছে ওপেনার টম ল্যাথামকে (০)। ওভারের শেষ বলে তাকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়েছেন স্টুয়ার্ট ব্রড।
এরপর দেখেশুনে খেলছিলেন উইলিয়ামসন আর উইল ইয়ং। ৬৭ বলে তাদের ৩৫ রানের জুটিটি ভেঙেছেন স্পিনার জ্যাক লিচ। ১৩তম ওভারে বল হাতে নিয়েই তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ইয়ংকে (২০)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। উইলিয়ামসন ১৬ আর ডেভন কনওয়ে ৪ রানে অপরাজিত আছেন।
এমএমআর/জেআইএম