অদ্ভুতভাবে বোল্ড কোহলি, আরও বাড়লো অপেক্ষা

বাজে সময়টা যেনো কাটছেই না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। বরং খারাপ সময়ে নিজের ভাগ্যও পাশে পাচ্ছেন না সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্ভাগ্যজনকভাবেই বোল্ড হয়েছেন এ ব্যাটিং সুপারস্টার।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ম্যাচ শুরুর আগেই বলে দিয়েছিলেন, কোহলি যদি ত্রিশ পেরোতে পারে তাহলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরি তুলে নেবেন। কিন্তু সেই ত্রিশও ছোঁয়া হয়নি কোহলির, পাওয়া হয়নি সেঞ্চুরি, বেড়েছে অপেক্ষা।
এজবাস্টনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারায় ভারত। চার নম্বরে নামেন কোহলি। দেখেশুনে তিনি সাবধানী শুরুই করেছিলেন। সঙ্গে জোড়া চারের মারে তাকে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। কিন্তু ক্ষণিকের সিদ্ধান্তহীনতাই যেনো কোহলির কাল হলো।
ডানহাতি পেসার ম্যাথু পটসের করা ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে ইনসুইঙ্গিং ডেলিভারি। অফস্ট্যাম্পের বেশ বাইরে হওয়ায় শুরুতে ড্রাইভ করতে চেয়েও পরে ব্যাট উঠিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কোহলি। কিন্তু দেরি করে ফেলেন এই সিদ্ধান্ত নিতে।
EDGBASTON GOES POTTY!
— England Cricket (@englandcricket) July 1, 2022
Scorecard/Videos: https://t.co/jKoipF4U01
#ENGvIND pic.twitter.com/X5G3B2HsRU
কোহলি ব্যাট পুরোপুরি ওঠানোর আগেই বলটি তার ব্যাটের কানায় লেগে চলে যায় স্ট্যাম্পে। ফলে থেমে যায় যার ১৯ বলে ১১ রানের ইনিংস। আর এতে আরও দীর্ঘায়িত হলো কোহলির সেঞ্চুরিবিহীন সময়। ফের কবে সেঞ্চুরি করবেন তিনি, সেটিই এখন বড় প্রশ্ন।
সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ১৩৬ রান করেছিলেন কোহলি। এরপর থেকে আজ পর্যন্ত তিন ফরম্যাট মিলে ৬৪ ম্যাচের ৭৪ ইনিংস খেলেও তিন অঙ্ক ছোঁয়া হয়নি কোহলির। এ সময়ের মধ্যে ২৪টি ফিফটি করেছেন তিনি।
উল্লেখ্য, এজবাস্টন টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান। মাত্র ৯৮ রানে ৫ উইকেট পতনের পর অবিচ্ছিন্ন জুটিতে ৭৬ রান যোগ করেছেন রিশাভ পান্ত ও রবিন্দ্র জাদেজা। ওয়ানডে স্টাইলে খেলে ৫২ বলে ৫৩ রানে অপরাজিত পান্ত, জাদেজা করেছেন ৩২ রান।
এসএএস/এএসএম