ধাওয়ানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগলো স্টাম্পে। পড়ে গেলো বেল। মেহেদি হাসান মিরাজ ভাঙলেন ভারতের উদ্বোধনী জুটি।
মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেছেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। রোহিত শর্মা ১২ আর বিরাট কোহলি ০ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।
এমএমআর/জেআইএম