‘আমরা এমন সংস্কৃতি বানাতে চাই যেখানে ৮ আর ১১ নম্বরও ম্যাচ জেতাবে’

ভারতের মতো দলের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বগলদাবা করেছে বাংলাদেশ। চারদিকে মিরাজ-মোস্তাফিজদের উচ্ছ্বসিত প্রশংসা। কিন্তু একটা দুশ্চিন্তা রয়েই গেছে। দুই ম্যাচেই যে হাসেনি টপঅর্ডারদের ব্যাট।
বিজয়, লিটন, শান্ত, সাকিব, মুশফিক- এক থেকে পাঁচ নম্বর ব্যাটারদের কেউ ফিফটির দেখা পাননি। দুই ম্যাচেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল টপঅর্ডার। মান বাঁচিয়েছেন আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ।
টপঅর্ডার নিয়ে দুশ্চিন্তা আছে, মেনে নিলেন তৃতীয় ওয়ানডের আগে টাইগারদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।
তিনি বলেন, ‘এটা আমাদের জন্য উদ্বেগের। এখানে (চট্টগ্রামে) হয়তো ভালো উইকেট হবে, ভালো শট খেলা যাবে। ব্যাটিং পজিশনে আমাদের ভাবনা থাকে, ৪০ ওভার পর্যন্ত সেরা পাঁচ ব্যাটারের যেন কমপক্ষে একজন উইকেটে থাকে। যাতে খেলাটা আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি।’
‘প্রথম ২০ বলে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ছেলেরা। ওই সময়টায় ব্যাট করা সবচেয়ে কঠিন। আমাদের পরবর্তী ধাপ হবে এই ২০ বলকে ৫০-১০০ বলে নিয়ে যাওয়া এবং ম্যাচ উইনিং ইনিংস খেলা। সেরা পাঁচ ব্যাটারের একজনকে এটা করতে হবে।’
তবে টপঅর্ডার ব্যর্থ হলেই যে ভেঙে পড়বে দল, এমন সংস্কৃতি চান না টাইগাদের ফিল্ডিং কোচ। তিনি বলেন, ‘দায়িত্ব অবশ্যই সেরা পাঁচ কিংবা ছয় নম্বর পর্যন্ত থাকা ব্যাটারের। তবে ব্যাটার তো সবাই। আমাদের ৮ নম্বর ব্যাটারকে (মিরাজ) দেখুন। সে আত্মবিশ্বাস কী, দেখিয়েছে। আমরা এমন একটা সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে ৮ এবং ১১ নম্বর ব্যাটারও ম্যাচ জেতাবে।’
এমএমআর/এএসএম