টানা তৃতীয় ম্যাচে টস জয় লিটনের, ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ
লিটন দাসের টসভাগ্যটা বেশ ভালোই বলতে হবে। ক্যারিয়ারে প্রথমবার কোনো পূর্ণ সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন, পুরো সিরিজেই টস জেতার রেকর্ড গড়েছেন তিনি।
প্রথম আর দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছিলেন লিটন। আজও (শনিবার) জিতলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন। অর্থাৎ ভারত প্রথম ব্যাটিং করবে।
প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি দেখাবে টাইগাররা।
এমএমআর/জেআইএম