মিরাজ ফেরালেন ধাওয়ানকে, জীবন পেলেন কোহলি

সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। বাংলাদেশের জন্য আদতে এই ম্যাচটি গুরুত্বহীন। তবে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করতে চাইবে!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
ব্যাটিংয়ে নামা ভারতকে মোটামুটি চাপে রেখেছেন টাইগার বোলাররা। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। নিজের প্রথম বলেই এলবিডব্লিউয়ে ফিরিয়ে দিয়েছেন অভিজ্ঞ শিখর ধাওয়ানকে (৩)।
মিরাজের ঘূর্ণি ডেলিভারিটি ডিফেন্ড করেছিলেন ধাওয়ান। বল প্যাডে লেগে গেলে আবেদন করেন বাংলাদেশি খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ এবং জিতে যায়।
নিজের পরের ওভারে আরও একটি উইকেট পেতে পারতেন মিরাজ। এবার শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন কোহলি। কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন লিটন। ১ রানে জীবন পান কোহলি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৫ রান। ইশান কিশান ২৫ আর বিরাট কোহলি ৬ রানে অপরাজিত আছেন।
এমএমআর/জিকেএস