পিসিবির জন্য ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ০২ আগস্ট ২০২৪

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সভা পরিচালনা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জয় শাহ।

সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য আনুমানিক বাজেট দেওয়া হয়েছে ৭ কোটি ডলার। সঙ্গে অতিরিক্ত খরচ হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভ রাখা হয়েছে।

অতিরিক্ত বাজেট রাখার কারণও জানিয়েছে সূত্র। এক্ষেত্রে বলা হয়েছে, ভারত এখনো পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। যদি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত দল পাকিস্তানে খেলতে না যায়, তাহলে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করা হবে। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেওয়া হবে।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।