বাংলা টাইগার্সের বড় হারের দিনে বলই হাতে নিলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৪ আগস্ট ২০২৪

টানা তিন জয়ে রীতিমতো উড়ছিল বাংলা টাইগার্স মিসিসাগা। এবার সাকিব আল হাসানের দলকে মাটিতে নামিয়েছে ব্রাম্টন ওলভস। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে সাকিবের বাংলা টাইগার্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাম্পটন।

গতকাল শনিবার ব্রাাম্পটনের বোলারদের তোপে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় বাংলা টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ৫২ বল আগেই ৮ উইকেট অক্ষত রেখে জয়ের বন্দরে চলে যায় ব্রাম্পটন।

এইদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ সাকিব। ৬ বল খেলে মাত্র ৪ করে হয়েছেন এলবিডব্লিউ। অল্প রানের পুঁজি নিয়ে বলই হাতে নেননি সাকিব। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামও বল হাতে ছিলেন একেবারে ফ্লপ। ৩ ওভার বল করে খরচা করেছেন ২৫ রান। তবে ব্যাট হাতে ৪ বলে ১২ রান করেছেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের দুই ওপেনার হজরত উল্লাহ জাজাই (৩ বলে ০) ও রহমানুল্লাহ গুরবাজ (১ বলে ০) ডাক মেরেছেন। সর্বোচ্চ ১৯ রান করেন ইফতেখার আহমেদ। আর ১০ রান করেন ডেভিড ওয়াইজি। এতে মাত্র ১৩ ওভারেই অলাআউট হয়ে যায় বাংলা টাইগাার্স।

জবাবে ব্যাট করতে নেমে ১ রানের মাথায় প্রথম উইকেট (কোব হার্ফট ৪ বলে ০) হারায় ব্রাম্পটন। অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৩৩ বলে অপরাজিত ৪৪ রান করেন তিনি। সঙ্গে বিউ ওয়েবস্টারের ১৫ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। এতে ১১.২ ওভারে জয় নিশ্চিত হয় ব্রাম্পটন।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।