ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৪ আগস্ট ২০২৪

প্রথম ওয়ানডে নাটকীয়ভাবে হয়েছিল টাই। আজ রোববার সামর্থ্য প্রমাণ করে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে তাই আগে বোলিং করতে ভারত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, নির্ভয়ে ও চাপমুক্ত হয়ে ব্যাটিং করতে ভারত। কন্ডিশনের সঙ্গে মিনিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে রোহিতের কাছে।

রোহিত বলেন, ‘লক্ষ্য তাড়া করার জন্য যা করা দরকার সবই আমাদের জানা আছে। আমাদের ক্রিকেটার সঙ্গে কথা বলেছি। আপনি সবসময় একই মানসিকতা নিয়ে খেলতে পারবেন না। কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া ও নির্ভয়ে খেলা প্রয়োজন। বর্তমানের উপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ।’

ভারতীয় অধিনায়ক জানিয়ে দিয়েছেন, আজ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে একাদশে দুই পরিবর্তনের কথা বলেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। এই দুই জন হলেন জেফ্রি ভান্ডারসে ও কামিন্দু মেন্ডিস।

ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়াল্লাগে, জেফ্রি ভান্ডারসে,আকিলা ধনঞ্জয়া ও আসিথা ফার্নান্ডো।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।