পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে হারবে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৪ আগস্ট ২০২৪

চলতি বছরের ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বড় এক ভবিষ্যদ্বাণী করে বসলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত শেষ দুটি টেস্ট সিরিজ (বর্ডার-গাভাস্কার ট্রফি) ২-১ ব্যবধানে জিতেছিল। তবে পন্টিং মনে করেন, নিজেদের ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টানা দুটি টেস্ট সিরিজ হারায় এবার অস্ট্রেলিয়া নিজেদের প্রমাণে মরিয়া থাকবে। এবং পন্টিং বিশ্বাস করেন, অস্ট্রেলিয়া এই সিরিজ ৩-১ ব্যবধানে জিতবে।

‘দ্য আইসিসি রিভিউ’-তে পন্টিং বলেছেন, ‘এটি খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে। এখানে গত দুই সিরিজে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে অসিদের অনেক কিছু প্রমাণ করার আছে। আমরা এখন ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলব, যা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সাম্প্রতিক সময়ে মাত্র চারটি পরীক্ষা করা হয়েছে। সবাই এটা নিয়ে সত্যিই উত্তেজিত এবং আমি জানি না, অনেক ড্র ম্যাচ হবে কি না।’

তিনি যোগ করেন, ‘আমি স্পষ্টভাবে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ফেভারিট হিসাবে উল্লেখ করছি। এটা সম্ভব যে, কিছু ম্যাচ ড্র হবে এবং কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে খেলা ভেস্তে যেতে পারে। তাই আমি ভবিষ্যদ্বাণী করছি, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতবে।’

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার পর থেকে ভারত ও অস্ট্রেলিয়া কখনও পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি। এর আগে ১৯৯১-৯২ সালে, ভারত পাঁচ টেস্টের সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় সফর করেছিল। তার পর থেকে, দুই দলের মধ্যে এই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের নাম হয় বর্ডার-গাভাস্কার ট্রফি।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।