নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্টের প্রথম দিন ভেসে গেলো বৃষ্টিতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪

ইতিহাসে প্রথমবার টেস্ট আয়োজন করেছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। কিন্তু ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি ঠিকমতো খেলতে পারবে কিনা দুই দল, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ, গ্রেটার নইদা টেস্টের প্রথম দিন পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। এমনটি বৃষ্টির কারণে টসও করা যায়নি।

ভারতের নয়াদিল্লির নইদাকে হোম ভেন্যু বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন করেছিল আফগানিস্তান। কিন্তু নইদাতে টানা ১০ দিন ধরেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছিলো। সেই ধারাবাহিতকা আজও অব্যাহত থাকলো।

গতকাল রোববার রাতেও নইদাতে ভারীয় বর্ষণ হয়। সকালে বৃষ্টি বন্ধ হলেও আউটফিল্ড ছিল ভেজা। মাঠকর্মীরা বহু চেষ্টা করেও কোনো লাভ হয়নি। অবশেষে তৃতীয় সেশনেও খেলা শুরু করতে না পারায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।