আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত, শেরে বাংলার স্মৃতি ফিরলো নয়ডাতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৪

বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। যে কারণে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত করা হলো দিনের শুরুতেই। একই কারণে প্রথম ও দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত করা হয়েছিল।

এতে পাঁচদিনের ম্যাচের তিন দিনই ভেসে গেলো বৃষ্টিতে। বাকি আছে মাত্র দুইদিন। যে কারণে ম্যাচের ফলাফল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হয়তো নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটি থেকে যাবে অমিমাংসিতই।

গতকাল মঙ্গলবার রাতের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রেটার নয়ডা স্টেডিয়ামের আউটফিল্ড। সকালের অবস্থা দেখেই বোঝা গেছে, অব্যবস্থাপনার আতুড়ঘর এই স্টেডিয়ামে আজ খেলার শুরুর অপেক্ষা করাই হবে বোকামি। যে কারণে দিনের শুরুতেই নিজেদের শুভবুদ্ধির উদয় ঘটালেন দুই দলের ক্রিকেটারররা।

এর আগে সর্বশেষ ২০০৮ সালে কোনো টেস্টের প্রথম তিন দিনই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ১৬ বছর আগের বিরল সেই ঘটনার সাক্ষীও নিউজিল্যান্ড। ওই ম্যাচ বাংলাদেশের বিপক্ষে মিরপুরের শেরে বাংলায় খেলতে এসেছিল কিউইরা।

ওই সময় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল কিউইরা। আর দ্বিতীয় ট্স্টে ম্যাচটি পড়েছিল বৃষ্টির কবলে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল। ফলে সিরিজ নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।