এখান থেকে ম্যাচ বাঁচানো খুব কঠিন: বাশার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ৩০৮ রানে। স্বাগতিকদের হাতে আছে আরও ৭ উইকেট। এখান থেকে কি বাংলাদেশের ম্যাচে ফেরা সম্ভব? তৃতীয় দিন কী করলে খেলায় ফিরতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? গত দুইদিনের ভুল কী ছিল? ঠিক কোথায় পিছিয়ে গেলো টাইগাররা ?

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, বাংলাদেশ এখন রীতিমত ব্যাকফুটে আছে। এখান থেকে ম্যাচ বাঁচানোই দায়।

আজ শুক্রবার রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে নারী ক্রিকেটের অন্যতম শীর্ষ কর্তা হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা খুব একটা ভালো জায়গায় নেই। পুরোপুরি ব্যাকফুটে। প্রথম ইনিংসের লিডটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা লিড তো নিতেই পারিনি, বরং বড়সড় ব্যবধানে পিছিয়ে পড়েছি। দ্বিতীয় দিন শেষে আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এখান থেকে ম্যাচ বাঁচানো খুব কঠিন।’

আজকের খেলার চালচিত্র ব্যাখ্যা করে হাবিবুল বাশার আরও বলেন, ‘দ্বিতীয় দিনের পর ভারত আড়াইশোর ওপরে (৩০৮ রানে) রানে এগিয়ে গেছে। এই লিড যত বেশি হবে, আমাদের জন্য ম্যাচ বাঁচানো তত কঠিন হয়ে পড়বে। এখনই অনেক কঠিন হয়ে গেছে। ভারতের দ্বিতীয় ইনিংস যত বড় হবে, বাংলাদেশকে তত বড় রান তাড়া করতে হবে।’

আগের দিনই অনেকটা পথ এগিয়ে গিয়েছিল রোহিত শর্মার দল। ১৪৪ রানে ৬ উইকেট পতনের পরও দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং দৃঢ়তায় ভারত ধাক্কা সামলে অবস্থা মজবুত করে ফেলে।

শুক্রবার প্রথম সেশনে তাসকিন ও হাসান মাহমুদরা মাত্র ৩৭ রানে ৪ উইকেটের পতন ঘটিয়ে ভারতকে ৩৭৬ রানে বেঁধে ফেলেন। কিন্তু বোলারদের সে পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয় ব্যাটারদের ব্যর্থতায়। মাত্র ১৪৯ রানে শেষ হয় প্রথম ইনিংস।

২২৭ রানে পিছিয়ে বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারতীয়রা জয় নিশ্চিত করতে আবার ব্যাটিংয়ে নেমে পড়ে। দিন শেষে রোহিত শর্মার দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান করেছে।

হাবিবুল বাশার মনে করেন, প্রথম ইনিংসে ব্যাটিংটাই ডুবিয়েছে। তার ভাষায়, ‘দ্বিতীয় দিন আমরা যে ব্যাটিং করেছি, সে ব্যাটিংটাই আমাদের অনেক পিছিয়ে দিয়েছে। যেখান থেকে আর এগিয়ে আসা খুব কঠিন।’

বাশার যোগ করেন, ‘দ্বিতীয় ইনিংসে আমরা যখন ব্যাট করতে নামবো তখন উইকেট আরও কঠিন হবে। সেখানে বল ঘুরবে। ব্যাটারদের স্বচ্ছন্দে খেলা অনেক কঠিন হবে। তার ওপর আমাদের টার্গেট থাকবে অনেক বেশি। হয়তবা ৪০০ + রান চেজ করতে হবে।’

টিম বাংলাদেশের ভুলটা কোথায় হলো? ঠিক কোন জায়গায় পিছিয়ে পড়লো শান্তর দল? সুমনের ধারণা, একটু দুলকি চালে ব্যাটিং করার কারণেই এমন দশা। তার ব্যাখ্যা, ‘আমাদের আরও টাইট ক্রিকেট খেলা উচিত ছিল। আমার মনে হয়, আমরা একটু ঢিলেতালে দুলকি চালে ব্যাটিং করেছি। আমাদের ব্যাটিং অ্যাপ্রোচটা একটু দায়সারা গোছের ছিল।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।