ভারতকে হারাতে খুব সহজ লক্ষ্য পেয়েছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে ভারতকে অলআউটের লজ্জা দিয়ে নিউজিল্যান্ড সংগ্র হরেছিলো ৪০২ রান। ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয়রা।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। খুবই গুরুত্বপূর্ণ সময়ে এসে দারুণ এক সেঞ্চুরি করলেন সরফরাজ খান। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকে তিনি টেনে নিয়েছেন ১৫০ রান পর্যন্ত।

এছাড়া রিশাভ পান্তের ৯৯ এবং বিরাট কোহলির ৭০ রানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে ভারতীয়রা। তবে লাভ খুব বেশি হচ্ছে না তাদের। কারণ, প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে মাত্র ১০৬ রানের লিড নিতে পেরেছে তারা।

ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের লক্ষ্য পেয়েছে কিউইরা। যদিও ব্যাট করতে নামার পর এক ওভারও শেষ করতে পারেনি তারা। মাত্র ৪ বল খেলে কোনো রান না করেই দিন শেষ করে তারা। দিন বাকি আছে আর একটি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।