অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

শাহজাইবের ১৫৯, ভারতকে বড় লক্ষ্য দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ আসর শুরুর দ্বিতীয় দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতীয়দের বিপক্ষে আজ শনিবার অতিমানবীয় হয়ে উঠেছেন পাকিস্তানের ওপেনার শাহজাইব খান। বাঁহাতি ব্যাটারের ১৫৯ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৭ উইকেটে ২৮১ রান করেছে পাকিস্তান। জয়ে এশিয়া কাপ শুরু করতে নির্ধারিত ৫০ ওভারে ভারতকে করতে হবে ২৮২ রান।

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে লড়াইয়ের জন্য মঞ্চ তৈরি করে দেন দুই ওপেনার শাহজাইব খান ও ওসমান খান। উদ্বোধনী জুটিতেই ১৬০ রান তোলেন তারা।

৩১তম ওভারে ৯৪ বলে ৬০ রান করে ওসমান আউট হলে অনবদ্য এই জুটি ভাঙে। ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে ৩৭তম ওভারে ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শাহজাইব। বাঁহাতি এই ব্যাটার টিকে ছিলেন ইনিংসের শেষ ওভার (৫০ ওভার) পর্যন্ত।

শাহজাইব ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন ১৪২ বলে। ৫০তম ওভারের প্রথম বলে ভারতীয় পেসার নাগারাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন তিনি। ১৪৭ বলে ১৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে ৫টি চার ও ১০টি ছক্কা হাঁকান শাহজাইব।

দুই ওপেনার ছাড়া ২৭ রান করেন মোহাম্মদ রিয়াজুল্লাহ। বাকিদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।

ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন সামর্থ্য নাগারাজ। ২ উইকেট নেন আয়ুশ এমহাতরে।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।