সৌম্য-সাইফের পর মেহেদির তোপ

লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে রংপুর রাইডার্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু বৃষ্টির বাধায় ৯ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি তারা। এর মধ্যেই অবশ্য ঝোড়ো ব্যাটিং করেন সৌম্য সরকার আর সাইফ হাসান।

বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে রংপুর।

আগামীকাল শনিবার টুর্নামেন্টের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোট পাঁচটায়।

প্রভিডেন্স স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলে রংপুর। সৌম্যর মারকুটে ব্যাটিংয়ে ৪.৫ ওভারেই পঞ্চাশ পূরণ করে দলটি। সৌম্য ১৩ বলে ৩ চার আর ১ ছক্কায় করেন ২২।

এরপর ঝড় তোলেন সাইফ হাসান। ১৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। সেই তুলনায় ওপেনার স্টিভেন টেইলর ছিলেন অনেকটাই ধীরগতির। ২৭ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি।

বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। শেখ মেহেদির তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩টি উইকেট মেহেদির, রানআউটও করেন তিনি।

পরের দিকে মির্জা বাইগ, টম অ্যাবল আর শেষদিকে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, অ্যাবল ১২ বলে ২৫ করে আউট হন। ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৮৭ রানে থামে লাহোর।

শেখ মেহেদি ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিনটি উইকেট। ২ উইকেট জ্যাক চ্যাপেলের।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।