গ্লোবাল টি-২০ সুপার লিগে খেলে কেমন লাগলো তানজিম সাকিবের?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪

মাঝে ছোট-খাট ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেছেন গায়ানার গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে। সৌম্য সরকার, সাইফ হাসান, সাইফউদ্দীন, শেখ মাহদি, কামরুল ইসলাম রাব্বি, রিশাদ হোসেনরা যখন গায়নায় গ্লোবাল সুপার লিগ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে, ঠিক তখন ভিন দেশের গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল টি-টোয়েস্টি সুপার লিগ খেলেছেন তানজিম সাকিব।

অন্য দেশের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগ খেললেও যথেষ্ঠ ভাল অনুভব করেছেন তানজিম সাকিব। গায়নায় গ্লোবাল সুপার লিগ খেলে কেমন লাগলো? মিডিয়ার সাথে আলাপে এ পেস বোলার বলেন, ‘গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। আমি খুব উপভোগ করেছি ওখানে। আমাদের টিমমেটরা খুবই কো-অপারেটিভ ছিল।’

‘একটা ভিন্ন অভিজ্ঞতা ছিল; কিন্তু ক্রিকেট খেলা সব জায়গাতে সমান। ভালো বল সব জায়গায় ভালো বল। যদিও আশানুরূপ ফলাফল আমরা করতে পারি নাই। তবে আমি খুব উপভোগ করেছি ওখানে। একটা ছোট ইনজুরির পর এখানে আসলাম। আমার কাছে মনে হচ্ছে না আমি ইনজুরির পর আসছি। শরীর ঠিক আছে। মেন্টালিটিও অনেক ভালো আছে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।