অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪

অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৭৫ রানে অলআউট করে দিয়েছে অস্ট্রেলিয়া। এতে অসিদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৯ রানের।

৫ উইকেটে ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন ৪৭ রান করতেই বাকি ৫ উইকেট হারায় রোহিত শর্মার দল। ব্যাট করতে পারে মাত্র ১২.৫ ওভার।

দিনের প্রথম বলেই ৩১ বলে ২৮ রান নিয়ে রিশাভ পান্তকে সেকেন্ড স্লিপে স্টিভ স্মিথের হাতের ক্যাচ বানান মিচেল স্টার্ক। রবীচন্দ্রন অশ্বিনকে ১৪ বলে ৭ রানে বেঁধে ফেলেন প্যাট কামিন্স। ১২ বল খেললেও হার্ষিত রানাকে রানের খাতা খুলতে দেননি কামিন্স।

এই ইনিংসেও ভারতীয়দের হয়ে সর্বোচ্চ রান করেন নিতীশ কুমার রেড্ডি। কামিন্সের বলে তৃতীয় স্লিপে নাথান ম্যাকসুইনির হাতে ক্যাচ হওয়ার আগে ৪৭ বলে ৪২ রান করেন তিনি।

৮ বলে ৭ রান করা মোহাম্মদ সিরাজকে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড আউট করলে শেষ হয় ভারতীয়দের ইনিংস।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।