আবুধাবি টি-১০ লিগের কোচকে ৬ বছরের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪

আইসিসি চেয়ার‌ম্যানের দায়িত্ব নিয়েই একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন ভারতের জয় শাহ। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ বন্ধ করলেন। এরপর ম্যাচ ফিক্সিংয়ে দোষী কোচকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করলেন। আবুধাবি টি-১০ লিগের কোচের বিরুদ্ধে তিন বছর আগে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। এতদিন শাস্তি না দেয়া হয়নি, এবার দেয়া হল।

আবুধাবি টি১০ লিগে সানি ধিলোর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠে। ওই সময় পুনে ডেভিলসের সহকারী কোচ ছিলেন তিনি। শুধু সানি নন, সেবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল মোট আট জনের বিরুদ্ধে।

ওই সময় আইসিসির ডিসিপ্লিনারি কমিটি ওই আটজনকে প্রতিযোগিতা থেকে বরখাস্ত করেছিল। তাছাড়া কোনও শাস্তি দেওয়া হয়নি। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর সানিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এবার নিষিদ্ধ হলেন তিনি।

১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন জয় শাহ। সোমবার বৈঠকে বসেছিল আইসিসির ডিসিপ্লিনারি কমিটি। সেখানেই আইসিসির ২.১.১, ২.৪.৪ ও ২.৪.৬ ধারায় সানিকে দোষী সাব্যস্ত করা হয়। তারপরই তাকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এ সময় কোনওভাবেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।

মঙ্গলবারই আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট সংস্থা আর টি-টোয়েন্টি ও টি-টেন লিগের আয়োজন করতে পারবে না। যে কোনো দেশের ক্রিকেট লিগে আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাতজন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে।

কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। তা ছাড়া বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম মানেনি তারা। সেই কারণে তাদের লিগ বাতিল করা হয়েছে। আমেরিকার ক্রিকেট সংস্থাকে তা জানিয়েও দিয়েছে আইসিসি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।