হোয়াইটওয়াশ হয়ে সেই ভাঙা রেকর্ডই বাজিয়ে শোনালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪

সেই ভাঙা রেকর্ডই বাজিয়ে শোনালেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার, এরপর পেতে হলো হোয়াইটয়াশের লজ্জাও।

৩২১ রানের বিশাল সংগ্রহ গড়েও ক্যারিবীয়দের কাছে পাত্তা পেলো না বাংলাদেশ। সেন্ট কিটসে বৃহস্পতিবার ৪ উইকেট আর ২৫ বল হাতে রেখে এত বড় লক্ষ্য তাড়া করে ফেললো স্বাগতিক দল।

টানা দুই হারের পর সিরিজের শেষ ওয়ানডেতেও এভাবে নাকাল হয়ে মিরাজ শোনালেন সেই পুরোনো কথা, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি।’

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের সংগ্রহ গড়েও জিততে পারেনি বাংলাদেশ। মিরাজ ম্যাচশেষে বলেছিলেন, মাঝের ওভারগুলোয় তার দল ভালো বোলিং করতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য ব্যাটিংটাই ভালো হয়নি। ২২৭ রানে আটকে যায় টাইগাররা। এবার মিরাজ বলেন, মাঝের ওভারগুলোয় ব্যাটিং ভালো হয়নি।

শেষ ওয়ানডে হারের পর সেই মাঝের ওভারকেই দুষলেন মিরাজ। পুরস্কার বিতরণী মঞ্চে উঠে তিনি বলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি, এটাই ছিল আমাদের জন্য সমস্যা।’

চোটের কারণে এই সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। মোস্তাফিজুর রহমানও পারিবারিক কারণে ছুটিতে ছিলেন। সিনিয়রদের না পাওয়াও ভুগিয়েছে, মনে করিয়ে দিলেন মিরাজ, ‘এই সিরিজে আমরা বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে পাইনি। আমাকে দায়িত্ব নিতে হবে।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।