বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ফিরলেন চার্লস, নতুন মুখ কার্টি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে চলার সময়ই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে চোট কাটিয়ে ফিরেছেন মারকুটে ব্যাটার জনসন চার্লস। প্রথমবারের মতো ডাক পেয়েছেন কিয়েসি কার্টি।

কার্টির টি-টোয়েন্টি দলে ডাক পাওয়াটা প্রত্যাশিতই ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৫ রানের ইনিংসহ তিন ম্যাচে ১৬১ রান করেন ডানহাতি এই ব্যাটার।

ওয়ানডে সিরিজের অধিনায়ক শাই হোপ ও বাঁহাতি ব্যাটার শেরফান রাদারফোর্ডকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন তারা। একই কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে পারবেন না স্পিনার আকিল হোসেন। তার জায়গায় যোগ দেবেন পেসার জেডেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। সহঅধিনায়ক থাকবেন ব্রান্ডন কিং। কিংসটাউনে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহঅধিনায়ক), কিয়েসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, টেরান্স হাইন্ডস, আকিল হোসেন/জেডেন সিলস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।