সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

নিজেদের ঘরের মাঠে প্রত্যাশিত ফলাফল পায়নি সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচের ৩টিতে হেরেছিল তারা। আজ শুক্রবার চট্টগ্রাম পর্ব শুরু করছে সিলেট। আরিফুল হকের দল মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহীর।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। টস জিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এখন পর্যন্ত মোট ৬ ম্যাচে ২ জয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে সিলেট। পয়েন্ট সমান হলে রানরেটের কারণে পরের অবস্থানে রাজশাহী।

দুর্বার রাজশাহী একাদশ

জিশান আলম, মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মার্ক ডেয়াল, সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আফতাব আলম।

সিলেট স্ট্রাইকার্স একাদশ

রনি তালুকদার, পল স্টার্লিং, জাকির হাসান, জর্জ মুনসে (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিস টপলে, রুয়েল মিয়া।

এমএইচ/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।