জোড়া গোল রুডিগারকে উৎসর্গ করলেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ গোল পেয়েছিলেন। এরপর চার মাস কোনো গোলের দেখা পাননি। একজন স্ট্রাইকারের জন্য এই না পাওয়া কতটা কষ্টের, তা শুধু ওই ফুটবলারই অনুভব করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের জার্সিতে এনদ্রিকের জোড়া গোল কতটা আবেগময় ছিল, তা প্রকাশের বৃথা চেষ্টা করতেই কথাগুলো বলা।

এনদ্রিক অবশ্য এই চার মাসে খুব বেশি সময়ও খেলেননি। ঘড়ির কাঁটার হিসেবে যা ৮৩ মিনিট। কেননা তিনি এখনো প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠেননি। ম্যাচের শেষ দিকে পরখ করার জন্য ব্রাজিলের ১৮ বছরের তরুণকে মাঠে নামান রেফারি।

বৃহস্পতিবার কোপা দেল রে-তে ম্যাচ যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল, তখনই গোল করে রিয়ালকে এগিয়ে দেন এনদ্রিক। এরপর আবারও একটি গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ১৮ বছর বয়সী তারকার জোড়া গোলের দিনে সেল্টা ভিগোকে ৫-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা নেয় রিয়াল।

কিলিয়ান এমবাপের বদলি হিসেবে এনদ্রিক মাঠে নামেন ৭৯ মিনিটে। গোল করেন ১০৮ ও ১১৯ মিনিটে। রিয়ালের হয়ে বাকি ৩ গোল করেন- এমবাপে (৩৭ মিনিটে), ভিনিসিয়ুস জুনিয়র (৪৮ মিনিটে) ও ফেডেরিকো ভালভার্দে (১১২ মিনিটে)।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনদ্রিক। সেখানে নিজের জোড়া গোল সতীর্থ অ্যান্টোনিও রুডিগারকে উৎসর্গ করেন তিনি।

এনদ্রিক ‘রিয়াল মাদ্রিদ টিভি’কে বলেন, ‘আমি প্রতিদিন কাজ করতে থাকি। আমার দুটি গোল অ্যান্টোনিও রুডিগারের জন্য। সে জানে, সে প্রতিদিন আমার জন্য কী করে। সে কখনই আমার প্রশংসা করে না। এটি একটি ভালো জিনিস। সে আমাকে শুধু বলে কী করতে হবে; গোল করতে হবে, দৌড়াতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল প্রশিক্ষণে সে আমাকে একটি কঠিন কাজ দিয়েছে। আমি এটা নিয়ে ভাবছিলাম এবং সে একজন অসাধারণ মানুষ।’

এনদ্রিক প্রথম গোলটি করেন বক্সের কিনারা থেকে। আর্দা গুলারের কাছ থেকে বল পেয়ে ইউটার্নের মতো মোড় দেন তিনি। এরপর গোলবার লক্ষ্য করে বুলেট গতিতে শট নেন। ঝাপিয়ে পড়েও সেই বলের নাগাল পাননি ভিগোর গোলরক্ষক।

কঠিন সময়ে রিয়ালকে লিড দিয়ে উৎযাপনে মাতেন এনদ্রিক। মাঠের কোণায় গিয়ে গায়ের জার্সিও খুলে ফেলেন তিনি।

সেই উৎযাপন নিয়ে জিজ্ঞেস করলে এনদ্রিক বলেন, ‘(প্রথম) আমার জন্য খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। এটা আমার কাজ। আমাকে দলের জন্য ভালো করতে হবে, গোল করতে হবে, যা দরকার তাই করতে হবে। মাদ্রিদ, ভক্ত, খেলোয়াড়, স্টাফদের জন্য গোল করাটা সত্যিই ভালো। গত কোপার ম্যাচে সুযোগ মিস করেছিলাম। আমি আজ দুটি সুযোগ পেয়েছি এবং গোল করেছি।’

রিয়াল অধিনায়ক লুকাস বাস্কেস বলেন, ‘এনদ্রিক যে সময় পেয়েছিল, তাতে খুব ভালো করেছে। এটি স্কোয়াডের গুণমানকেই প্রকাশ করে। আমরা (ফুটবলার) পরিবর্তন করেছি এবং দল ভালো করেছে। যেই খেলছে, ফল বের করে আনতে পেরেছে।’

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।