প্রথম দেখায় রাজশাহীকে হারাতে সিলেটের প্রয়োজন ১৮৫ রান

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

রান পাচ্ছিলেন প্রথম ৫ ব্যাটার। তবে উইকেটে সেট হলেও রায়ান বার্ল বাদে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সিলেট স্টাইকার্সের বিপক্ষে শেষমেশ দুর্বার রাজশাহী থেমেছে ৭ উইকেটে ১৮৪ রানে। অর্থাৎ চলতি বিপিএলে প্রথম দেখায় রাজশাহীকে হারাতে সিলেটকে করতে হবে ১৮৫ রান।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় রাজশাহী। ১৪ বলে ১৯ রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম করেন ১৮ বলে ২০ রান।

তিনে নেমে অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন ২২ বলে ৩২ রানের ইনিংস। ২৭ বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন বার্ল।

গতিশীল ইনিংস গিয়ে বেশিদূর এগোতে পারেননি ইয়াসির আলী। ১০ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান ডানহাতি ব্যাটার।

১৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন আকবর আলী। তার সঙ্গে ৬ বলে ১২ রানে উইকেটে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

সিলেটের হয়ে ৩ উইকেট শিকার করেন রুয়েল মিয়া।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।