বুমরাহ-শামিকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

জাসপ্রিত বুমরাহ এখনও চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। মোহাম্মদ শামি দলের বাইরে প্রায় এক বছরের ওপরে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে অভিজ্ঞদের বাইরে রাখার দুঃসাহস করেনি ভারত। বুমরাহ-শামি দুজনই আছেন ভারতের ১৫ সদস্যের দলে।

চোট কাটিয়ে ফিরেছেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও। তবে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের।

শনিবার মুম্বাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল আইসিসির কাছে ১১ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।

ভারত ৬, ৯ এবং ১২ ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি দ্বিপাক্ষিক ওয়ানডে ম্যাচ খেলবে। এটি হবে গত বছর আগস্টে শ্রীলঙ্কা সফরের পর তাদের প্রথম ৫০ ওভারের ম্যাচ, যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসেবে গৃহীত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু।

ভারত গ্রুপ এ-তে রয়েছে এবং ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিপক্ষে তাদের অভিযান শুরু করবে। এরপর তারা ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল। ভারতের সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে, কারণ তাদের সরকার দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।