প্রতিশোধ নিতে রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

একদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে রোববারের প্রথম ম্যাচ ছিল লো-স্কোরিং। লড়াইটাও জমে উঠেনি। আগে ব্যাট করে ১২১ রান তোলা চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে হয়তো দর্শকরা প্রত্যাশিত বিনোদন পাননি। যে কারণে দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষায় এখন গ্যালারিতে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে টস জিতেছে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বিপিএলে আজ দ্বিতীয়বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে খুলনা। এর আগে প্রথম দেখায় খুলনাকে ২৮ রানে হারিয়েছিল রাজশাহী। যে কারণে খুলনার আজ প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রাজশাহী। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পঞ্চম স্থানে খুলনা।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।