রাজশাহীকে ১৯২ রানের বড় লক্ষ্য দিলো স্বাগতিক চিটাগং

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২০ জানুয়ারি ২০২৫

ঘরে মাঠে বড় সংগ্রহই গড়ে ফেললো চিটাগং কিংস। নাইম ইসলাম-গ্রাহাম ক্লার্কদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯১ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা। অর্থাৎ জিততে হলে দুর্বার রাজশাহীকে করতে হবে ১৯২।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানকে (৪ বলে ৭) হারালেও নাইম-ক্লার্কের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় চিটাগং। ক্লার্ক ২৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৫ আর নাইম ৪১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেন ৫৬ রান।

এরপর মোহাম্মদ মিঠুন ২০ বলে ২টি করে চার-ছক্কায় ৩২, হায়দার আলি ১৪ বলে ২৫ আর শেষদিকে রাহাতুল ফেরদৌস ৮ বলে খেলেন ১৬ রানের ইনিংস।

তাসকিন আহমেদ ২৩ রানে নেন ২টি উইকেট। মোহর শেখ ২ উইকেট পেলেও খরচ করে ফেলেন ৪৬ রান।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।