বিপিএল
‘ফিক্সিংয়ের ব্যাপারে এন্টি করাপশন সেল আছে, তারা দেখছে’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে ফিক্সিং নতুন কিছু নয়। বিপিএলেও অতীতে ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে, যেমন মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা। এবার সেভাবে কারো বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগ না উঠলেও, বিপিএলে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। এরই মধ্যে ফিক্সিংয়ের খবর প্রকাশিতও হয়েছে। জানা গেছে, বেশ কিছু ক্রিকেটার রিপোর্টেড হয়েছেন এবং তারা নজরদারিতে আছেন।
আজ শনিবার বিসিবির সভায় এই স্পর্শকাতর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, ফিক্সিংয়ের ব্যাপারে এন্টি করাপশন সেল আছে। তারা প্রতিটি জিনিস আইনগতভাবে দেখছে।
‘অ্যাকশনে যাওয়ার ব্যাপারে দুটো জিনিস। বেশিরভাগ একশন লিগ্যাল। সেগুলো নিচ্ছি। যদি না নিয়ে থাকে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে নেওয়ার ব্যাপারে।’
বিসিবি পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান স্বীকার করেন, ফিক্সিং এবং পেমেন্ট ইস্যুতে বিসিবির কিছু দুর্বলতা আছে। তারা মনে করেন, এসব ব্যাপারে বিসিবির আরও বলিষ্ঠ হতে হবে।
উল্লেখ্য, ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবির এন্টি করাপশন সেল সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রতিটি বিষয় আইনগতভাবে পর্যালোচনা করছে।
এআরবি/এমএমআর/জেআইএম