বিদেশি ছাড়া খেলতে নেমে টেনেটুনে ১১৯ রাজশাহীর

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

পারিশ্রমিক জটিলতায় খেলছেন না কোনো বিদেশি। ফলে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই আজ একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। ভাঙাচোরা দল নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়াকু পুঁজি গড়তে পারেনি রাজশাহী। ৯ উইকেটে ১১৯ রানেই থেমেছে তাসকিন আহমেদের দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমত ধুঁকেছে রাজশাহী। প্রথম ৮ ব্যাটারের একজনও বিশের ঘর ছুঁতে পারেননি। জিসান আলম ২. সাব্বির হোসেন ১১, এনামুল হক বিজয় ১৩, মৃত্যুঞ্জয় চৌধুরী ১০, এসএম মেহরুব ৭, ইয়াসির আলী করেন ৩ রান।

৫৬ রানে ৬ উইকেট হারায় রাজশাহী। আকবর আলী কিছুটা সময় হাল ধরে ছিলেন। ২১ বলে ১৯ রান আসে তার ব্যাট থেকে। শেষদিকে তাসকিন আহমেদ আর সানজামুল ইসলামের ব্যাটে কোনোমতে একশ পেরিয়েছে রাজশাহী।

তাসকিন ৮ বলে করেন ১৩ রান। সানজামুল ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৯ বলে করেন ২৮।

রংপুরের খুশদিল শাহ ১৯ রানে ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ও রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।