আম্পায়ারদের বেতন বাড়ালো বিসিবি, সৈকত পাবেন সর্বোচ্চ ২ লাখ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বেতন এখন ২ লাখ টাকা। সেটা হুট করে বাড়ানো হয়নি। দেশের আম্পায়ারদের জন্য বিসিবি নতুন বেতন কাঠামো তৈরী করেছে। নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ারসহ নারী আম্পায়ারদেরও বেতনের আওতায় আনা হয়েছে।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি।

এ প্লাস ক্যাটাগরিতে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা। সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ।

পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।

এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন কাঠামো ধরা হয়েছে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।

এছাড়া আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা।

এরই সঙ্গে নারী আম্পায়ারদের ৪ জন গড়পড়তা ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।

এআরবি/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।