মাথা ন্যাড়া করে ক্যাসিয়াস বললেন, সব ঠিক হয়ে যাবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৯ মার্চ ২০২০

‘লড়াই’ তার রক্তে মিশে আছে। লড়াই করেই তো ২০১০ সালে স্পেনকে উপহার দিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। ২০০৮ এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপও এসেছে তার হাত ধরে। ইকার ক্যাসিয়াস- শুধু স্পেনই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেই অন্যতম সেরা একজন গোলরক্ষক।

তিনি নিজে লড়াকু হলেও এখন তার দেশ স্পেন করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। শনিবারও ক্যাসিয়াসের দেশ স্পেনে প্রাণ হারিয়েছেন ৮৩২ জন। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে।

এমন পরিস্থিতিতে নিজের দেশ নিয়ে যারপরনাই চিন্তিত ক্যাসিয়াসসহ সব ফুটবলার। করোনা ভাইরাস থেকে কবে মুক্তি মিলবে দেশটির, সেটা সহসাই বলা সম্ভব নয়। কিন্তু লড়াকু মানসিকতার ক্যাসিয়াস হাল ছাড়তে রাজি নন।

নিজের মাথার চুল ফেলে দিয়ে ক্যাসিয়াস দেশবাসীকে উদ্দেশ্য করে বললেন, ‘খুব দ্রুতই সব কিছু ঠিক হয়ে যাবে। ইতিবাচক সংবাদ অবশ্যই আসবে। সবাইকে আবার একসঙ্গে হবো।’

স্প্যানিশ ক্রীড়া তারাকা, যেমন রাফায়েল নাদাল, পাও গ্যাসোলদের সঙ্গে করোনা মহামারি রোধে লড়াইয়ে নেমেছেন ইকার ক্যাসিয়াসও।

 

 
 
 
View this post on Instagram

Vendrán noticias positivas. Juntos. #felizfindesemanapeseatodo

A post shared by Iker Casillas (@ikercasillas) on

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।