জুন পর্যন্ত সকল টুর্নামেন্ট স্থগিত করল এএফসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৪ এপ্রিল ২০২০

বৈশ্বিক করোনা মহামারির তাণ্ডবে জুন পর্যন্ত সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।

করোনার প্রভাবে গত ফেব্রুয়ারির পর থেকেই স্থবির হয়ে পড়েছে এশিয়ার ফুটবল। নয়াদিল্লি, দোহা, দুবাই এবং কুয়ালালামপুরে দফায় দফায় জরুরি সভার পর মার্চ আর এপ্রিলের সব ম্যাচ স্থগিত করা হয়। এখন পরের দুই মাসের জন্যও ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত হলো।

এএফসি এক বিবৃতিতে বলেছে, ‘চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।’

২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করার উপায় বের করতে এখন সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এএফসি।

এর আগে মার্চ ও জুন মাসের এশিয়ান বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি।

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।