নকআউটে ম্যানসিটি-বায়ার্ন, অপেক্ষা রিয়াল-লিভারপুলের

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে জিতেছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ। হেরে গেছে আকাশে উড়তে থাকা লিভারপুল, ড্র করে বিপদে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
অলিম্পিয়কোসকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ৩৬ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যানসিটির ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেন। টানা চার জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় পা রেখেছে পেপ গার্দিওলার দল।
ইন্টার মিলানের মাঠ সান সিরোতে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এডেন হ্যাজার্ড। ৫৯ মিনিটে আশরাফ হাকিমির আত্মঘাতী গোলে হার নিশ্চিত হয়ে যায় মিলানের। এই জয়ে শেষ ষোলর পথে অনেকটাই এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠ আনফিল্ডে আটালান্টার কাছে হোঁচট খেয়েছে লিভারপুল, হেরেছে ২-০ গোলে। আটালান্টার জসিপ লিসিক ৬০ এবং রবিন গোসেন্স ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। হারের পরও ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে অলরেডরা।
নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারিয়েছে সালসবুর্গকে। টানা চতুর্থ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে নাম লিখিয়েছে বায়ার্ন।
রবার্ট লেভানদোভস্কি ৪২, কিংসলে কোম্যান ৫২ এবং লেরয় সানে ৫৮ মিনিটে বায়ার্নের হয়ে গোল করেন। ৭৩ মিনিটে সালসবুর্গের একমাত্র গোলটি করেন মেরগিম বেরিশা।
ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটনে দাপট দেখিয়ে খেলেও লোকোমটিভ মস্কোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের ফলে নকআউটে ওঠা কঠিন হয়ে গেল ডিয়েগো সিমিওনের দলের।
এমএমআর/জেআইএম