ম্যানইউকে ধরা হলো না লিভারপুলের

পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। কিন্তু রোববার অ্যানফিল্ডের হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেছে রেড ডেভিলরা।
এ নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পায়নি সুলশারের শিষ্যরা। এদিকে, এটি ছিল কোচ হিসেবে ক্লপের ২০০তম লিগ ম্যাচ।
ম্যাচে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কেউই। ম্যাচের একেবারে শেষদিকে ৮২তম মিনিটের সময় ডি বক্সের ভেতর থেকে পল পগবার নেয়া শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক এলিসন বেকার। তারপর আর কোনো পক্ষই তেমন আক্রমণের সুযোগ পায়নি।
এই ম্যাচটিসহ লিগে মোট ১৮ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি, আর ১৮ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নেমেছে লিভারপুল।
এসএস