দুই গাম্বিয়ানের গোলে পূর্ণ পয়েন্ট শেখ জামালের

দুই গাম্বিয়ান ওমর জবে ও সলোমন কিং ক্যানফর্মের গোলে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
দুই অর্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে শফিকুল ইসলাম মানিকের দল, যারা প্রথম ম্যাচে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবার মাঠে নামতেই হিমশিম খেয়েছে। দলটা বৃহস্পতিবারই প্রথম লিগ ম্যাচ খেলতে নেমেছিল। ২-১ গোলে হেরেই তারা শুরু করলো ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর।
৩৮ মিনিটে ওমর জবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি সলোমন কিং ক্যানফর্ম। মাঝবৃত্তে বল ধরে প্রথমে মুক্তিযোদ্ধার দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে ছুটে যান এ গাম্বিয়ান। এর পর শেষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেই ডান পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে।
শেষ দিকে ব্যবধান কমানোল দুটি সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। জাপানি ইউসুকে কাতোর শট পোস্টে লেগে ফিরলে গোলবঞ্চিত হয় তারা। তবে ইনজুরি সময়ে মেহেদী হাসান রয়েল দারুণ হেডে ব্যবধান ২-১ করেন। দুই ম্যাচ শেষে শেখ জামালের পয়েন্ট ৬, এক ম্যাচে শূন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের।
আরআই/আইএইচএস/জিকেএস