টানা চার জয় বসুন্ধরা কিংসের

জয়রথেই আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের জালে ৩ গোল দিয়ে টানা চার জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ব্রাদার্সের আগের ম্যাচটায় দুর্দান্ত খেলেও কুমিল্লা থেকে ফিরেছিল মাত্র ১-০ গোলের জয় নিয়ে। তবে এ ম্যাচে সুযোগগুলো তারা ভালোভাবেই কাজে লাগিয়েছে। ভাগ্যও পক্ষে ছিল তাদের। পেনাল্টি পেয়েছে, প্রতিপক্ষ আত্মঘাতি গোল করেছে- সবমিলিয়ে ফলটা ৩-০ ব্যবধানের।
৩৪ মিনিটে বল নিয়ে বক্সে ঢুকলে ফাউলের শিকার হন কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে এগিয়ে যাওয়ার সুযোগ আসে চ্যাম্পিয়নদের। ব্রাজিলের রবসন রবিনহোর পোস্টঘেঁষা শট আটকানোর কোনো সুযোগ ছিল না রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের।
বিরতিতে যাওয়ার ঠিক আগে কিংসের ব্যবধান ২-০ হয় রহমতগঞ্জের ডিফেন্ডার মাহমুদুল হাসান কিরণের আত্মঘাতি গোলে। ৮৬ মিনিটে বদলি স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের গোলে কিংসের জয়ের ব্যবধান হয় ৩-০।
টানা চার জয়ে ১২ পয়েণ্ট নিয়ে এককভাবে টেবিলের শীষে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১২ তম রহমতগঞ্জ।
আরআই/আইএইচএস/এমএস