স্টেডিয়ামে ঢুকতে লিভারপুল সমর্থকদের হাঙ্গামা, খেলা শুরুতে দেরি

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের ফাইনাল ম্যাচ দেখতে প্রায় ৬০ হাজারের মতো দর্শক এসেছেন প্যারিসে। অনেকেই টিকিট পাননি। স্টাদে দে ফ্রান্স স্টেডিয়ামের বাইরে তাই লেগে গেছে হাঙ্গামা। এতে করে সময়মতো ম্যাচ শুরু করা যায়নি। খবর বিটি স্পোর্টসের।
উয়েফা জানিয়েছে, ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে মূলত সমর্থকদের দেরি করে এসে মাঠে ঢোকার চেষ্টা করায়। যদিও লিভারপুল সমর্থকরা এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।
এক সমর্থক বলেন, ‘আমাদের মাঠে ঢুকতে আড়াই ঘণ্টা লেগেছে। পুরোপুরি বিশৃঙ্খলা। ভীতিকর। সমর্থক হিসেবে আমরা দেরি করিনি।’
স্টেডিয়ামে ঢুকতে না পারা ক্ষুব্ধ লিভারপুল সমর্থকদের অনেকে জোর করে মাঠে ঢুকতে চাইছেন। তাই বন্ধ করে দেওয়া হয়েছে গেইট।
নিরাপত্তারক্ষীরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন। পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। ক্ষোভে ফেটে পড়েছেন লিভারপুল সমর্থকরা।
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগ ফাইনালটি শুরুর কথা ছিল স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় রাত একটায়)। অবশেষে ৩৬ মিনিট বিলম্ব করে শুরু হয়েছে ম্যাচটি।
এমএমআর/