তিন দফায় পেছানোর পর শুরু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

লিভারপুলের সমর্থকদের ঢল সামলাতে রীতিমত ঘাম ঝরলো কর্তৃপক্ষের। যার ফলে তিন দফায় পেছানো হলো খেলা শুরুর সময়। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি অবশেষে মাঠে গড়িয়েছে ৩৬ মিনিট বিলম্ব করে।
ফ্রান্সের প্যারিসে ইউরোপসেরার এই লড়াইটি শুরু হওয়ার কথা ছিল আজ বাংলাদেশ সময় রাত একটায়। কিন্তু স্টেডিয়ামের বাইর লিভারপুল সমর্থকদের সঙ্গে লেগে যায় নিরাপত্তারক্ষীদের হাঙ্গামা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। লিভারপুলের অনেক সমর্থক টিকিট পাননি। অনেকে টিকিট নিয়েও ঢুকতে পারেননি, এমন অভিযোগ পাওয়া গেছে। খবর ডেইলি মেইলের।
এদিকে ম্যাচটি প্রথমে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে পরে আরও ১৫ মিনিট পেছানো হয়। তৃতীয়বারে আরও ৬ মিনিট পেছানোর কথা জানায় উয়েফা। অবশেষে ৩৬ মিনিট বিলম্ব করে মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত লড়াইটি।
এমএমআর/