দেখে নিন জার্মানি-স্পেন হাইভোল্টেজ ম্যাচের একাদশ

কোস্টারিকাকে জার্মানি একটা ধন্যবাদ দিতেই পারে। জার্মানিকে ২-১ ব্যবধানে হারানো জাপানকে কোস্টারিকা ১-০ গোলের ব্যবধানে হারানোয় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করলেও কিঞ্চিৎ টিকে থাকবে জার্মানির বিশ্বকাপ যাত্রা। কিন্তু জার্মানির মতো দল সেসব যদি কিন্তুর জন্য অপেক্ষা করতে কেনই বা চাইবে? তাই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক।
অন্যদিকে স্পেন দলেও রয়েছে পরিবর্তন। কোস্টারিকাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা স্পেন দলের জন্যেও এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচ জিতলেই নকআউট রাউন্ড নিশ্চিত হবে তাদের।
স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
উনাই সিমন, দানি কার্ভাহাল, রড্রি, আয়মেরিক লাপোর্ত, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, মার্কো আসেনসিও, দানি ওলমো, ফেরান টরেস
কোচ: লুইস এনরিকে
জার্মানি একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)
ম্যানুয়েল ন্যুয়ার, কেহরার, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকায় গুন্ডোগান, জশুয়া কিমিচ, গোরেতজকা, জামাল মুসিয়ালা, সার্জি জিনাব্রি।
কোচ: হ্যান্সি ফ্লিক।
আরআর/ইএ